যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসম্পাদনের সার্বিক চিত্রঃ
সাম্প্রতিক অর্জনঃ যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণদান, প্রশিক্ষনোত্তর ঋণ সহায়তা প্রদান ও আত্মকর্মসংস্থানের নিমিত্ত গত ৩ বছরে উপজেলায় ৯৫৫ জনকে প্রশিক্ষণ এবং ১,১৭,৯০০০০/- টাকা ঋণ বিতরণ এবং প্রায় ৩১৪ জন যুব ও যুব মহিলাকে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহনের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।
সমস্যা এবং চ্যালেন্জসমূহঃ যুব জনসংখ্যা ক্রমবর্ধমান, এ ক্রমবর্ধমান যুব সংখ্যাকে যুব শক্তিতে রুপান্তর করা একটি চ্যালেন্জ। যুব শক্তিকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলাসহ আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষিত যুবদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলা ও রপ্তানী করা একটি চ্যালেন্জ
ভবিষ্যৎ পরিকল্পনাঃ শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থানের জন্য নতুন নতুন প্রনীত প্রকল্প/ কর্মসূচির মাধ্যমে যুবদের প্রশিক্ষণ প্রদান করা হবে। আত্মকর্মীদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করা হবে।
২০২৪-২০২৫ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ
(ক) দেশ বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে ৪২০ জন যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান
(খ) প্রশিক্ষিত যুবদের মধ্য থেকে ৯০ জন যুবকে ৩২৮০০০০/- টাকা ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা।
(গ) আত্মকর্মসংস্থানসূলক প্রকল্প স্থাপন ও সম্প্রসারণপূর্বক ৫৭ জন আত্মকর্মী সৃষ্টি
(গ) সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে যুবদের সম্পৃক্ত করণের মাধ্যমে ১ (এক) টি অনুষ্ঠান আয়োজন ও জনসচেতনতা সৃষ্টি।
(ঘ) ০১টি যুব সংগঠন নিবন্ধন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস