দাউদকান্দি উপজেলা বেকার যুব/যুব মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূর করা । ২০২৪-২০২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ১৪টি প্রশিক্ষণ ব্যাচ পরিচালিত হবে প্রতি ব্যাচে -৩০ জন করে মোট=৪২০ জন এবং ০১ (এক)টি যুব সংগঠন নিবন্ধন করা হবে।
ভবিষ্যত পরিকল্পনাঃ শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থানের জন্য সারাদেশে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশ বিদেশের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রকল্প/কর্মসূচি গ্রহণ করে যুবদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে যুবদের সম্পৃক্তকরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে। ই-লানিং প্রক্রিয়ায় মুক্তপাঠের মাধ্যমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমে যুবদের অধিকহারে সম্পৃক্ত করা হবে। আত্মকর্মীদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করা হবে। ২০২৪-২০২৫অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ
(ক) দেশ বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে ৪২০ জন যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান (খ) প্রশিক্ষিত যুবদের মধ্য থেকে ১২০ জন যুবকে ৪৯৩০০০০/- টাকা ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা। (গ) আত্মকর্মসংস্থানসূলক প্রকল্প স্থাপন ও সম্প্রসারণপূর্বক ৬০ জন আত্মকর্মী সৃষ্টি (গ) সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে যুবদের সম্পৃক্ত করণের মাধ্যমে ১ (এক) টি অনুষ্ঠান আয়োজন ও জনসচেতনতা সৃষ্টি। (ঘ) ০১টি যুব সংগঠন নিবন্ধন।(ঙ) ০২(দুই) টি উদ্যোক্তা ঋণ বিতরণ। । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস